সালথা প্রতিনিধি : জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার সালথা উপজেলা প্রতিনিধি এবং সালথা প্রেসক্লাবের সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক বিধান মন্ডলের বাবা স্বর্গীয় নগেন্দ্রনাথ মন্ডলের ৯ম মৃত্যু বার্ষিকী আজ।

তিনি ২০১৩ সালের ১৩ এপ্রিল রবিবার সকাল ৬টায় ফরিদপুর ডায়াবেটিস সমিতি হাসপাতালে লিভার ক্যান্সার রোগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

স্বর্গীয় নগেন্দ্রনাথ মন্ডলের নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে সালথার নিজ বাড়িতে উনার আত্মার শান্তি কামনা করে গীতাপাঠ ও সজাতি ভোজনের আয়োজন করা হয়।

স্বর্গীয় নগেন্দ্রনাথ মন্ডলের ছোট ছেলে সাংবাদিক বিধান মন্ডল তাদের পিতার আত্মার শান্তি কামনা করে সকলের নিকট দোয়া ও আর্শীবাদ চেয়েছেন।

(এন/এসপি/এপ্রিল ১৪, ২০২২)