মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন। নানা রঙে,নানা পোশাকে বাংলা নববর্ষ (১৪২৯ বঙ্গাব্দ) বরণ করে নেয় হয়। প্রতিবছর পান্তা-ইলিশের আয়োজন থাকলেও এবার রমজানের পবিত্রতা রক্ষায় আয়োজন ছিল সংক্ষিপ্ত।

বালিয়াকান্দি উপজেলাতে বাংলা বর্ষবরণ (পহেলা বৈশাখ) শুভ নববর্ষ উপলক্ষে বর্ণিল মঙ্গল শোত্রাযাত্রার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নববর্ষ উপলক্ষে উপজেলা অডিটোরিয়াম হলে সাংস্কৃতিক আনুষ্ঠানের আয়েজন করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে “বাংলা নববর্ষ ও বঙ্গবন্ধু” শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কমকর্তা হাসিবুল হাসান (ভারপ্রাপ্ত), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী প্রমুখ।

(এমজি/এসপি/এপ্রিল ১৪, ২০২২)