জামালপুর প্রতিনিধি : জনগণের ভয়েই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন দিতে বর্তমান ‘জবরদখলকারী’ সরকার বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস।

আজ শনিবার জামালপুর স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে এবং অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনের দাবিতে ২০ দলীয় জোট এ জনসভার আয়োজন করেছে। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইতোমধ্যে জনসভা মঞ্চে আসন নিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

মির্জা আব্বাস বর্তমান সরকারকে অভিযুক্ত করে বলেন, এরা ‘জবরদখলকারী, অবৈধ সরকার’। এ ‘অবৈধ’ সরকারের সময় শেষ। এ সরকারকে বিদায় দিতে আমাদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

বিএনপির এই নেতা বলেন, খালেদার নেতৃত্বে যে চূড়ান্ত আন্দোলন হবে সে দাবি মানতে সরকারকে বাধ্য করতে হবে। এই সরকার একসময় ঠিকই জনগণের ভয়ে দাবি মানতে বাধ্য হবে।

যতই চেষ্টা করুক, সরকার হত্যা, নির্যাতন, মামলা-গ্রেফতার চালিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের আন্দোলন স্তব্ধ করতে পারবে না এবং তাদের অবশ্যই জনগণের কাছে হারতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা আব্বাস।


(ওএস/এটিঅার/সেপ্টেম্বর ২৭, ২০১৪)