শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে বিনামূল্যে এক হাজার ৮’শ কৃষকের মাঝে আউশ ফসল আবাদের জন্যে ১৪ লাখ টাকা মূল্যের ৫৪ মেট্রিক টন সার ও ৯ মেট্রিক টন বীজ এবং ৮৪ লাখ ৯৫ হাজার টাকার কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।

দিনাজপুরে সদর উপজেলায় এ কৃষি ভূর্তকি বিতরণ করেন,দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

হুইপ ইকবালুর রহিম এ সময় এক হাজার ৮’শ কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ফসল আবাদের জন্যে ১৪ লাখ টাকা মূল্যের ৫৪ মেট্রিক টন সার ও ৯ মেট্রিক টন বীজ এবং ৮৪ লাখ ৯৫ হাজার মূল্যের ফসল কাটা- মাড়াইয়ে ব্যবহৃত ৬টি আধুনিক কম্বাইন হারভষ্টোর মেশিন, ৩টি মিডার মেশিন এবং ২টি মইজেসহ আরো ২টি পাওয়ার স্প্রয়োর স্প্রেয়ার মেশিন কৃষকরে হাতে তুলে দেন।

এসময় সদর উপজলো নির্বাহীর্ কর্মকতা মুর্রতুজ আল মঈদ, উপজলো চেয়ারম্যান ইমদাদ সরকার এবং কৃষির্ কর্মকতা নুর হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(এসএএস/এএস/এপ্রিল ১৫, ২০২২)