নারায়ণগঞ্জ প্রতিনিধি : ‘আমাদের দেশের রাজনীতির সমস্যা আমাদের মধ্যেই আলোচনা করে সমাধান সম্ভব। জাতিসংঘ কিংবা বিদেশীদের ওপর নির্ভর করে মধ্যবর্তী নির্বাচনের যে স্বপ্ন বিএনপি দেখছে, তা কখনই পূরণ হবে না-বলেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জের পাগলায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

যোগাযোগমন্ত্রী বলেন, এ সড়কের সংস্কার কাজ আগামী অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। সড়কের যেসব স্থানে গর্ত কিংবা খানাখন্দ রয়েছে সেগুলো দ্রুত সংস্কার করা হবে।

বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তারা কখনও এই মাস কখনও ওই মাস আন্দোলন করবে বলে ঘোষণা দেয়। কিন্তু বিএনপি তো জনগণকে নিয়ে আন্দোলন করতে পারছে না। তাই একেক সময় একেক মাসের নাম বলে।’

যানজট নিরসনে পাগলায় কোস্টগার্ড স্টেশনের বিপরীতের পুকুর ভরাট করে সেখানে ট্রাকস্ট্যান্ড তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া, জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদউদ্দিন, শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশ প্রমুখ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ২৭, ২০১৪)