টুঙ্গিপাড়ায় ৪শ’ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায় ও দরিদ্র ৪ শ’ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে এস্পেকট্রা গ্রুপের পরিচালক আরিফ খানের পক্ষ থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইফতার সামগ্রী বিতরণ করা করা হয়।
বিতরন অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, এস্পেকট্রা গ্রুপের পরিকল্পনা প্রকৌশলী তরিকুল ইসলাম সোহান আরো অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, এস্পেকট্রা গ্রুপের এই উদ্যোগ রমজান মাসে উপজেলার দরিদ্র মানুষ সহজে সিয়াম সাধনা করতে পারবে। # তুষার কান্তি বিশ^াস, ১৬.০৪.২০২২
(টিকেবি/এএস/এপ্রিল ১৬, ২০২২)