নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর দাগনভূঁঞায় বাড়ির টয়লেটের ছাদে গাঁজা চাষ করে বিক্রির অভিযোগে আব্দুর রব জুয়েল (৩০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে দাগনভূঁঞা থানা পুলিশ।

গতকাল রবিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের সমাসপুর থেকে গাঁজা গাছ ও শুকনো গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল ওই এলাকার কাটা ব্লক মুকবুল কোম্পানির বাড়ির আবদুল বারেকের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন সমাসপুর এলাকায় নিজ বাড়ির ছাদে গাঁজা চাষ করে নিজে সেবন ও বিক্রি করে আসছে জুয়েল। এ তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় জুয়েলের বাড়ির ছাদ থেকে টবে রোপণ করা গাঁজা গাছ ও ঘর তল্লাশি করে ৫০০ গ্রাম শুকনো গাঁজা জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, আসামী দীর্ঘদিন যাবৎ গাঁজা চাষ করে খুচরা ও পাইকারী দরে গাঁজা বিক্রী করে আসছিলো।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোঃ হাসান ইমাম জানান, গাঁজাসহ আটক জুয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

(এনকে/এসপি/এপ্রিল ১৮, ২০২২)