স্বাধীন মোহাম্মদ আব্দুল্লাহ, কেশবপুর : কেশবপুরে ৫ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন ও ৫ জন অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিকের পাওয়া এডিপির বরাদ্দের একটি অংশ থেকে ওই অসহায় ব্যক্তিদের সেলাই মেশিন ও হুইল চেয়ার দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল প্রমুখ।

(এসএ/এসপি/এপ্রিল ১৯, ২০২২)