স্টাফ রিপোর্টার : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ‘ফাইন্যান্সিয়াল ম্যানেজম্যান্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

বিশ্ববিদ্যালয়ের আইআরটির পরিচালক অধ্যাপক ড. এস. এম. হারুন-উর-রশীদের সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক অধ্যাপক ড. এ টি এম শফিকুল ইসলাম, জেলা একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. আব্দুস সালাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য বলেন, প্রকল্প পরিচালনার ক্ষেত্রে জবাবদিহিতার কোনো বিকল্প নেই। বিশেষ করে স্টক বুক, লেজার বুক, ক্যাশ বুক আমাদের অবশ্যই গুরুত্ব সহকারে ব্যবস্থাপনা করতে হবে। এ ব্যবস্থাপনা যতো বেশি সুন্দর হবে সে প্রকল্পের জবাবদিহিতাও ততো বেশি নিশ্চিত হবে।

(ওএস/এএস/এপ্রিল ১৯, ২০২২)