সিরাজগঞ্জ প্রতিনিধি :  “সম্প্রচার নীতিমালা ও তথ্য জানার অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হচ্ছে। দিবস উপলক্ষে রবিবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব হল রুমে ম্যাসলাইন মিডিয়া সেন্টারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনকন্ঠের স্টাফ রিপোর্টার বাবু ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ্উদ্দিন। সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,আরটিভির স্টাফ রিপোর্টার সুকান্ত সেন, প্রেসক্লাবের সহ সম্পাদক আব্দুল মজিদ, আমাদের সময়ের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


(এসএস/এসসি/সেপ্টেম্বর২৮,২০১৪)