প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার অসহায় কর্মজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ।

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ এর নির্দেশক্রমে উপজেলার বিভিন্ন স্থানে অসহায় কর্মজীবী ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে ছাত্রলীগের নেতা কর্মীরা।

বুধবার (২০ এপ্রিল) ইফতারের আগ মুহূর্তে উপজেলা সদর বাজারের ভ্যান স্টান্ড, থানা মোড়, মেইন রোড সহ বিভিন্ন স্পটে ইফতার বিতরণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি চয়ন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারহান, চরযোশরদী ইউনিয়নের ছাত্র নেতা পারভেজ হাসান অয়ন সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

(পিবি/এএস/এপ্রিল ২০, ২০২২)