স্টাফ রিপোর্টার, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (২১ এপ্রিল)  প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল সন্ধ্যা ৭টা থেকে এসএমএস এর মাধ্যমে যে কোনো মোবাইল থেকে নিয়মমাফিক জানা যাবে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান জানান, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৭৯ টি কলেজের মোট ৪ লাখ ৭৪ হাজার ২৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফল সন্ধ্যা ৭টা থেকে এসএমএস এর মাধ্যমে যে কোনো মোবাইল অপশনে গিয়ে nuh1Registration No লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd I www.nubd.info থেকে জানা যাবে।

(এসআর/এএস/এপ্রিল ২১, ২০২২)