ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি সভা
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১২ ই মে এর সম্মেলন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি মূলক সভা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে ফরিদপুর জেলা আওয়ামীলীগের আগামী ১২ই মে ২০২২ খ্রিঃ তারিখের সম্মেলন সফল করার লক্ষ্যে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ মাসুদ হোসেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব শামীম হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঝর্ণা হাসান,দপ্তর সম্পাদক জনাব অনিমেষ রায়, মহিলা বিষয়ক সম্পাদক জনাব আইভী মাসুদ, জেলা যুবলীগের আহ্বায়ক জনাব জিয়াউল হাসান মিঠু সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন আগামী ১২ই মে ২০২২খ্রিঃ তারিখে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন সফল করার জন্য প্রত্যেক নেতাকর্মীকে নিঃস্বার্থ ভাবে কাজ কারার আহ্বান জানান। তারা আরও বলেন ফরিদপুর জেলা আওয়ামীলীগের আগামী সম্মেলনের মাধ্যমে যেন সৎ, যোগ্য, কর্তব্যনিষ্ঠ ও দলের জন্য নিবেদিত প্রাণ একটি কমিটি গঠন করা যায় সেই লক্ষ্যে সবাই যেন কাজ করে।আর এর মাধ্যমে ফরিদপুর জেলা আওয়ামীলীগ যেমন একটা ভাল কমিটি পাবে সেইসাথে মাননীয় প্রধানমন্ত্রীর হাত আরও শক্তিশালী হবে।
সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
(ডিসি/এসপি/এপ্রিল ২১, ২০২২)
