ফুটপাতে চিরুনি বিক্রি করে জীবন চলে শাহাদতের
দিলীপ চন্দ, ফরিদপুর : শাহাদত ফুটপাতে চিরুনি বিক্রি করেন দীর্ঘ ত্রিশ বছর। তার চিরুনির দাম প্রতি পিস ১০ টাকা। দিনশেষে কখনো ১০০ টাকা ১৪০ টাকা আয় করেন তিনি। আর এভাবেই দীর্ঘ ত্রিশ বছর যাবত ফুটপাতে শুধুমাত্র চিরুনি বিক্রি করে দিনযাপন করছেন শাহাদাত হোসেন।
ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়, জেনারেল হাসপাতালের সামনে, জজকোর্টের সামনে, গোয়ালচামট এর জেলা পরিষদ মার্কেট এ প্রায়ই দেখা যায় প্রায় ৬৫ বছরের এই সিনিয়র সিটিজেনকে। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন তার বাড়ি কাশিয়ানীতে, তার বাবা ,মা ভাই বোন কেউ নেই। এমনকি স্ত্রী ও মারা গেছে বেশ কয়েক বছর আগে। সন্তান সন্ততিও নেই। জীবিকার প্রয়োজনে অন্য কোন ব্যবসার কথা চিন্তা না করে চিরুনির বেচাকেনা করেন । এর ফলে দিন শেষে কখন ও ১০০ টাকা কখনো ১৪০ টাকা এভাবেই উপার্জন করে বেঁচে আছেন তিনি।
তিনি বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নেই দু'বেলা দু'মুঠো ডাল ভাত খেতে পারলে আমি খুশি। তবে তার বেশিরভাগ ক্রেতাই ভ্রাম্যমাণ। তিনি কিছু পুঁজি থাকলে এই ব্যবসাটিকে একটু পরিধি বাড়াতে পারতেন। এবং তাতে কিছুটা বেচাকেনা বাড়তো বলে জানান।
(ডিসি/এসপি/এপ্রিল ২২, ২০২২)
