শেখ ইমন, শৈলকুপা : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় অসহায় ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড ফাউন্ডেশন। 

আজ শনিবার সকালে উপজেলার ব্রাহিমপুর গ্রামে ৫শতাধিক এতিম, মিসকিন, অন্ধ, প্রতিবন্ধি, বিধবা, দুস্থ্য, অসহায় ও অস্বচ্ছল পরিবারের মাঝে এ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাড. রেজাউল করিম কাঞ্চনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জজ কোর্টের সিনিয়র আইনজীবি মো: ইলাহি বক্স, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এ জাহাঙ্গীর হোসেন মাজমাদার, ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড. আকরামুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জামিরুল ইসলাম জোয়ার্দ্দার প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনাইটেড ফাউন্ডেশন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বজলুল করিম ইমন। আলোচনা সভা শেষে বিভিন্ন গ্রাম থেকে আসা ৫ শতাধিক অসহায়,দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী হিসেবে শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, থ্রী-পিস বিতরণ করা হয়।

(এসআই/এসপি/এপ্রিল ২৩, ২০২২)