আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরবর সালথায় দাঙ্গা-হাঙ্গামা ও ভাংচুর নিরসনের লক্ষে এবার জনপ্রতিনিধি, সাংবাদিক ও গ্রাম মাতুব্বর সাথে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টায় সালথা মাল্টিপারপাস অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করেন সালথা থানা পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ সাদিক'র সভাপতিত্বে এসময় প্রধান অতিথী হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম। সম্পানিত অতিথী হিসেবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি, কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথী হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মোঃ সুমিনুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী প্রমূখ।

সালথা থানার এসআই মুন্তাছির হোসেন মারুফ এর সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগের ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন গ্রামের মাতুব্বররা উপস্থিত ছিলেন।

(এন/এসপি/এপ্রিল ২৩, ২০২২)