ঈদের শপিং করত না নেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা!
স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাহবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী পূর্নিমা আক্তার (১৩) ঈদের শপিং করতে না নেওয়ায় আত্মহত্যা করেছেন। পূর্নিমা আক্তার (১৩) ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বড় পাল্লা গ্রামের সুরুজ খন্দকারের মেয়ে।
এই বিষয়ে ভাঙ্গাথানা পুলিশের উপ-পরিদর্শক সালাম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ছাত্রী তার বাবা মাকে মার্কেটে গিয়ে ঈদের পছন্দের পোশাক কিনে দিতে বলে। শুক্রবার বিকেলে অভিভাবকরা তাকে সাথে না নিয়ে মার্কেটে কেনাকাটা করতে যান। এতে রাগে-ক্ষোভে ও অভিমানে সে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রাতে ওই ছাত্রীর বাবা-মা বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখে তাকে ডাকা ডাকি করতে থাকে। এসময় ভিতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায় স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ঘরের আড়ার সাথে তাকে গলায় ফাসদিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্নিমার বাবা মা গতকাল ঈদের শপিং করতে সদরপুরে যায় কিন্তু পূর্নিমা আক্তার কে সঙ্গে নেই নি সেই অভিমানে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত না করে সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
(ডিসি/এসপি/এপ্রিল ২৩, ২০২২)
