এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা পৌর মেয়রের আয়োজনে শনিবার  ২৩ই এপ্রিল সন্ধ্যায় পৌরসভা চত্তরে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা পৌরসভার প্যানেল মেয়র অতুল সরদার, কাউন্সিলর খন্দকার মাহাবুব হোসেন রিপন, কাউন্সিলর সুরাফ হোসেন মন্ডল, কাউন্সিলর চাঁদ আলী খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরদার প্রমুখ।

এ বক্তারা বলেন, অত্যন্ত সুন্দর একটা সময়ে আমরা এখানে একত্রিত হয়েছি। নবী করিম (সাঃ) বলেছেন দোয়া কবুলের উত্তম সময় হচ্ছে ইফতারে আগ মুহূর্ত। রমজানের রহমতের পর্ব শেষ করে আমরা মাগফিরাতের পর্বে আছি। করোনালীন সময় পার করে সবাই একত্রিত হতে পেরেছি-এ জন্য মহান আল্লাহ্তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি।সেই সাথে সবাইকে ঈদ-উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জান তারা।

(একে/এসপি/এপ্রিল ২৩, ২০২২)