সালথা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ মাসিক সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, সালথা থানার এসআই মো. মুনতাছির হোসেন মারুফ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ আরো অনেকে।
এসময় উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সবাইকে আহবান জানান।
(এএনএইচ/এএস/এপ্রিল ২৫, ২০২২)
