অলংকার গুপ্তা, হাবিপ্রবি : অ্যালপার ডগার সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২২ এ  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৩১ শিক্ষক স্থান করে নিয়েছেন। 

রবিবার (২৪ এপ্রিল) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশ্বের ১৪ হাজার ১২০টি প্রতিষ্ঠানের ৭ লাখ ২৯ হাজার গবেষক উক্ত তালিকায় স্থান করে নিয়েছেন। বারো ক্যাটাগরিতে উক্ত গবেষকদের ভাগ করা হয়েছে। এডি সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২২ এর তালিকায় বাংলাদেশের ২ হাজার ৭৭১ জন গবেষক স্থান পেয়েছেন। এর মধ্যে তালিকায় বিভিন্ন ক্যাটাগরিতে হাবিপ্রবির ৩১ জন গবেষক স্থান পেয়েছেন।

এর মধ্যে রয়েছেন ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক অধ্যাপক মো. আফজাল হোসেন, ফুড প্রোসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ, এনিমেল সাইন্স অ্যান্ড নিউট্রেশন বিভাগের অধ্যাপক ডা. উম্মে সালমা, জেনিটিক্স অ্যান্ড এনিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ডা. আব্দুল গফফার মিয়া, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ, অধ্যাপক ড. মো. ইয়াছিন প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. আজিজুল হক, ক্রোপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের অধ্যাপক মো. হাফিজুর রহমান হাফিজ ও সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন সরকার ও অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ , প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. মহিদুল হাসান, পদার্থ বিভাগের সহকারী অধ্যাপক মো. গরিবুল্লাহ শাহ্, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, জেনিটিক্স অ্যান্ড প্লানেট ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান ও অধ্যাপক ড. মো. আরিফুজ্জামান , এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহানুর কবির, এনটোমলজি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও অধ্যাপক ড. মো. আব্দুল আহাদ, এ্যাগ্রোফরেস্ট্রি অ্যান্ড ইনভারমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবু হানিফ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো. মোস্তাফিজার রহমান, ফিসারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস মেহবুব, ফুড সাইন্স অ্যান্ড নিউট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এন.এইচ. এম রুবেল মজুমদার।

এছাড়াও উক্ত তালিকায় রয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল হক, এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হাসান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. দুলাল হক, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামীম হোসেন, হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. শরিফ মাহমুদ, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. নাদিম ও সহকারী অধ্যাপক মো. রাশেদুল ইসলাম ।

এদিকে অ্যালপার ডগার সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২২ এ হাবিপ্রবির ৩১ শিক্ষক স্থান পাওয়ায় শিক্ষার্থীরা বিষয়টিকে ইতিবাচক হিসাবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা উক্ত শিক্ষক বৃন্দকে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রত্যাশা করেন বিশ্ব র‍্যাংকিং-এ হাবিপ্রবির শক্ত অবস্থান। সায়েন্টিফিক ইনডেক্স র‍্যাংকিং-২০২১ এ হাবিপ্রবির ১৪ জন শিক্ষক স্থান করে নেয়।

উল্লেখ্য যে , সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে।

(এজি/এসপি/এপ্রিল ২৫, ২০২২)