মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : ফরিদপুরের মধুখালী পৌরসভায় সোমবার সকালে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাউল বিতরণ উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সহসভাপতি খন্দকার মোরশেদ রহমান লিমন। 

ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রতি পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হচ্ছে। মধুখালী পৌর সভায় মোট ৩০৮০ পরিবারের মধ্যে এ চাউল বিতরণ করা হবে বলে পৌর মেয়র নিশ্চিত করেন।
এসময় পৌর প্যানেল মেয়র আনিচুর রহমান লিটনসহ পৌর ওয়ার্ড কাউন্সিল ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

(এম/এসপি/এপ্রিল ২৫, ২০২২)