দেড় বছরের বেতনের পরিবর্তে মানসিক চাপ, স্ট্রোক করে শিক্ষক হাসপাতালে!
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : দেড় বছরের বেতন আটকে দেয়ায় ফরিদপুর জেলার নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সমাজ কর্ম (অনার্স শাখা) বিভাগের শিক্ষক রণজিৎ মন্ডল স্ট্রোক জনিত কারণে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায় উক্ত কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক রণজিৎ মন্ডল কলেজ প্রতিষ্ঠাতা কাজী সিরাজুল ইসলাম সাহেব কলেজ পরিদর্শনে এলে তাঁকে শিক্ষকদের দেড় বছরের বেতন বাকি থাকার কথা জানালে প্রতিষ্ঠাতা শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধের জন্যে অধ্যক্ষের নিকট সমুদয় অর্থ প্রদান করেন।
অধ্যক্ষ সাহেব অন্যদের বকেয়া পরিশোধ করলেও রণজিৎ মন্ডলের বকেয়া পরিশোধ না করে বরঞ্চ প্রতিষ্ঠাতাকে তথ্য জানানোর অপরাধে গালমন্দ করেন। বেতন না পেয়ে অতিরিক্ত মানসিক চাপে শিক্ষক রণজিৎ মন্ডল সমাজ কর্ম ডিপার্টমেন্টে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে তাঁদের সাধ্যের বাইরে থাকায় তাঁরা রণজিৎ মন্ডলকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন।
এ ব্যাপারে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ জনাব ফরিদ আহমেদ এর সাথে যোগাযোগ করলে গতকাল তিনি বলেন, রনজিৎ ফোন করেছিলো, তাঁকে আস্বস্ত করেছি চিকিৎসার টাকা - পয়সার জন্যে কোন চিন্তা করতে হবেনা। শিক্ষক রনজিৎ মন্ডলের ঘনিষ্টজনরা জানান, রনজিৎ মন্ডলের ফোন করা কিংবা মতামত দেয়ার মত শারীরিক বা মানসিক সুস্থতা নেই।
(কেএফ/এসপি/এপ্রিল ২৫, ২০২২)
