সালথার রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত
আবু নাসের হুসাইন, সালথা : কৃষক বাঁচাও, দেশ বাঁচাও। এই স্লোগান সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে বাংলাদেশ কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার শোলডুবি মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করেন রামকান্তপুর ইউনিয়ন কৃষকলীগ।
সালথা উপজেলা কৃষকলীগের সহসভাপতি ডাঃ আব্দুর রাজ্জাক মোল্যার সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্ঠপুত্র কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ শফিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আমিন খন্দকার, যুবলীগ নেতা মামুন মিয়া সহ আরো অনেকে।
এসময় মোঃ হারুন ফকিরকে সভাপতি ও মোঃ লুৎফর মোল্যাকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির ঘোষনা দেওয়া হয়।
(এন/এসপি/এপ্রিল ২৫, ২০২২)
