কেন্দুয়া প্রতিনিধি : ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্থান্তর ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পেল ভূমি ও গৃহহীন ১৭ পরিবার। 

আজ মঙ্গলবার সকালে আনুষ্ঠানিক ভাবে ওই ১৭ পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি ও জমির কবুলত হস্থান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম। সারা দেশে সকাল ১১ টায় এক যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেন্দুয়া ১৭ গৃহ ও ভূমিহীন পরিবার সহ সারা দেশে ৩২ হাজার ৯০৪টি পরিবার পেল ঈদ উপলক্ষে আধা পাকা গৃহ ও ২ শতাংশ জমি।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউএনও মাহমুদা বেগম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মৃধা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ফারুকি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কামরুল হাসান ভূঞা, সুবিধাভোগী নারী আইরিন আক্তার ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

পরে ১৭ পরিবারকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, চিনি, মরিচ, হলুদ, লবন সহ বিভিন্ন শুকনো খাবার দেওয়া হয়। সব শেষে উপজেলা সদরে এক আনন্দ শুভাযাত্রা বের হয়।

(এসবি/এসপি/এপ্রিল ২৬, ২০২২)