মিঠুন গোস্বামী, রাজবাড়ী : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রায় ৩৩ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে এসব পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে দুই শতক জমিসহ আধাপাকা নতুন ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা  মঙ্গলবার বঙ্গভবন থেকে  আনুষ্ঠানিকভাবে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তর করেন। এতে দুস্থ ও অসহায় মানুষগুলোর ঈদ আনন্দে নতুন মাত্রা যুক্ত হবে। তারি অংশ হিসেবে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার অসহায় ভূমিহীনরা পেল ২৮৬টি ঘর।

আজ মঙ্গলবার রাজবাড়ী সদর উপজেলায় ৭৫টি, পাংশায় ১০০ টি, বালিয়াকান্দিতে ৪০টি, গোয়ালন্দে ৫০টি ও কালুখালীতে ২১টি প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছে।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে (২৬ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০ টায় পাংশা উপজেলা পরিষদের হলরুমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ আবু কায়সার খান, সংরক্ষিত মহিলা আসন-৪০ (রাজবাড়ী ২ আসনের) জাতীয় সংসদ সদস্য এ্যাড.খোদেজা নাসরিন আক্তার হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, সহকারী কমিশনার ভূমি নুজহাত তাসনীম আওন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম সহ উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরে দপ্তরে প্রধানগণ ও উপকারভোগীরা।

(এমজি/এসপি/এপ্রিল ২৬, ২০২২)