কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : মাননীয় প্রধানন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে আজ মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ জমির কাগজপত্র ও ঘর বিতরণ করেন। সে উপলক্ষে ফরিদপুরের বোয়ালমারীতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় তৃতীয় পর্যায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নতুন ২২ টি ঘরের কাগজপত্র বিতরণ করা হয়।

আজ মঙ্গলবার বেলা এগারোটায় উপজেলা হল রুমে এ কাগজপত্র ও ঘর বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।

সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রাকিব হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি মারিয়া হক, অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুর রশিদ, কৃষি অফিসার প্রীতম কুমার হোড় সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়াম্যান বৃন্দ, স্কুল মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও উপকার ভোগী পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

(কেএফ/এসপি/এপ্রিল ২৬, ২০২২)