সালথা (ফরিদপুর) প্রতিনিধি : সঠিক পুষ্টিতে সুস্থ জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম ইফতেখার আজাদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছলিমা আকতার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, সালথা থানার অফিসার ইনচার্জ ওসি মো. শেখ সাদিক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও কিশোর-কিশোরী প্রমুখ।

এ সময় ১০০ জনের মধ্যে পুষ্টি খাদ্য বিতরণ করা হয়।

(এএনএইচ/এএস/এপ্রিল ২৭, ২০২২)