আশজাদ রসুল সিরাজী, গাজীপুর : সংরক্ষতি মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভূইয়া গাজীপুরে টিআর কর্মসূচীর আওতায় মসজিদ-মাদ্রাসাসহ ৬১টি বিভিন্ন প্রতিষ্ঠানে ৩৩ লাখ ৩৬ হাজার চেক বিতরণ করেছেন।

বুধবার (২৭ এপ্রিল) সকালে গাজীপুর জেলা প্রশাসকের মিলনায়তন ভাওয়াল সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ওই চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। এসময় অন্যদের মধ্যে গাজীপুর জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা নাজনীন শামীমা, জেলা সমাজসেবা কর্মকর্তা এস এম আনোয়ারুল করিম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আতাউল্লাহ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

গাজীপুরে ১২৬জন রোগীর চিকিৎসার জন্য ৬৩লাখ টাকার চেক বিতরণ একই অনুষ্ঠানের শেষাংশে সংসদ সদস্য শামসুন নাহার ভূইয়া সামাজ সেবা অধিদপ্তরের সহায়তায় জেলায় কিডনী, লিভার সরোসিস ও ক্যান্সারসহ ৬টি বিভিন্ন দূরারোগ্য ১২৬জন রোগীর চিকিৎসার জন্য ৬৩ লাখ টাকার চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি শামসুন নাহার ভূইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অত্যন্ত মানবিক নেত্রী। তিনি বঙ্গবন্ধুর অসামপ্ত কাজগুলো দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন। তিনি অসহায় ও দরিদ্রদের মাঝে জমি-বসতঘর প্রদান, অসুস্থদের চিকিৎসা সেবাসহ নানা জনহিতকর কাজ করে যাচ্ছেন। আমরা এসব কাজকে সহযোগিতা করছি মাত্র।

(এআরএস/এএস/এপ্রিল ২৭, ২০২২)