কেন্দুয়া প্রতিনিধি : মুক্তির বন্ধন ফাউন্ডেশন নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ঈদ উপলক্ষে দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে ঈদের ফ্রি হাট বসিয়েছে। সংগঠনটি বুধবার সকালে কেন্দুয়া পৌর শহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২৫০ জন অসহায় নর-নারীর ও শিশু কিশোরের হাতে বিনামূল্যে তুলে দেয় শাড়ি, লুঙ্গি, শিশুকিশোরদের ঈদেও নতুন পোশাক, বিভিন্ন প্রসাধনী ও সেমাই, চিনি। 

কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম অসহায় মানুষদের হাতে বস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী, মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সমন্বয়কারী আজহারুল ইসলাম পলাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা, সমাজসেবক মামুনুল কবীর খান হলি ও নারীনেত্রী মেহেরুন্নেছা নেলী প্রমুখ।

(এসবি/এসপি/এপ্রিল ২৭, ২০২২)