গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : ঈদকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি প্রত্যন্ত গ্রামে শতাধিক স্থানীয় অসহায়, দুস্থ ও গরীব মানুষের মাঝে ঈদের নতুন শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবী ও জামা কাপড়সহ ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। 

'জন্মভূমির টানে, দুঃস্থ ও আর্ত মানবতার কল্যাণে' নামের একটি ফেসবুক গ্রুপের উদ্যাগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার শিবপুরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয়ে এক ব্যতিক্রমী আয়োজনে নবীনগরের এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসাইন 'প্রধান অতিথি' হিসেবে উপস্থিত থেকে সংগঠনের পক্ষ থেকে দু:স্থদের মাঝে এসব ঈদসামগ্রী তুলে দেন। এসময় ছোট ছোট দু:স্থ শিশুরা ঈদের নতুন জামা কাপড় পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠছিলো।

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে পরিচিত নবীনগরের এই আলোচিত ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোমানা তামান্না হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি, জনপ্রিয় নিউজ পোর্টাল নবীনগরের কথার সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপু, শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহীন সরকার, বর্তমান চেয়ারম্যান এম আর মুজিব, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি অলিউর রহমান ভূঁইয়া প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সংগঠনের সহ সভাপতি ও শিবপুর ইউনিয়ন পরিষদের সচিব কাজী তাজউদ্দিন আহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এসি ল্যান্ড তাঁর বক্তব্যে বলেন, 'সমাজে এ ধরণের অনুকরণীয় অনুষ্ঠান যত বেশী হবে, ততই সমাজের মঙ্গল হবে। সেজন্য ফেসবুকে আজেবাজে সময় নষ্ট না করে নিজেদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে ফেসবুকে এ ধরণের গ্রুপ পেজ খুলে স্থানীয় তরুন ও যুব সমাজকে এসব মানবিক ও সামাজিক কাজে এগিয়ে আসতে হবে।
এসিল্যান্ড মোশাররফ হোসেন সেজন্য 'জন্মভূমির টানে' নামের ফেসবুক গ্রুপটির এ ধরণের কাজের ভূয়সী প্রশংসা করেন।

ফেসবুক গ্রুপটির প্রতিষ্ঠাতা ও সভার সভাপতি রোমানা তামান্না হোসেন বলেন, 'মানবতার সেবায় সমাজের সত্যিকারের অসহায়, দু:স্থ ও গরীব মানুষদের পাশে সাধ্য অনুযায়ি সর্বোচ্চটা নিয়ে দাঁড়ানোই আমাদের এই ফেসবুক গ্রুপটির মূল লক্ষ্য। আর আমাদের গ্রুপের মূল শ্লোগান হলো স্বামী বিবেকানন্দের সেই অমোঘবাণী-'জীবে প্রেম করে যেইজন, সেইজন সেবিছে ঈশ্বর'। আমরা আজীবন তাই মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

প্রসঙ্গত, নবীনগর পৌরসভার আলীয়াবাদ গ্রামের বিশিষ্ট সর্দার মরহুম মোশারফ হোসেন মদন মিয়ার কন্যা ও শিবপুরের সাহারপাড় গ্রামের পুত্রবধূ এই রোমানা তামানা হোসেন বর্তমানে সহকারী প্রধান শিক্ষক (ইংরেজী) হিসেবে ঢাকার কেরাণীগঞ্জের জিনজিরা পীর মোহাম্মদ পাইলট স্কুল এন্ড কলেজে কর্মরত রয়েছেন। ঈদকে সামনে রেখে দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের এ সংবাদ এলাকায় বেশ নাড়া পড়েছে।

(জিডি/এসপি/এপ্রিল ২৮, ২০২২)