শেখ ইমন, শৈলকুপা : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি ইউনিয়নে দুস্থ্য ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেনের পরিচালনায় ইউনিয়নে ১ হাজার ৯শত ৯০ জন কে ১০ কেজি করে চাল বিতরনের উদ্বোধন করা হয়। চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, ট্যাগ অফিসারের প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আমার ইউনিয়নে ১ হাজার ৯শত ৯০ জন হতদরিদ্রের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ হয়েছে । আজ এ চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।

(এসআই/এসপি/এপ্রিল ৩০, ২০২২)