তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) দুপুরে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাঠে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মঞ্জুরুল আলম রাজীব জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কৃষকবান্ধব সরকার। বিশ্বব্যাপী নানা প্রতিকূলতা সত্ত্বেও কৃষিজীবী, কৃষক ও খামারিরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং কৃষকদের স্বার্থে যেখানে যে প্রণোদনা প্রয়োজন, কৃষি উপকরণ প্রয়োজন – তার সবটাই পূরণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদ, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ প্রমুখ সহ অন্যরা।

(টিজি/এসপি/এপ্রিল ৩০, ২০২২)