বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ষাটগম্বুজ মসজিদে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঈদুল ফেতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রায় সাড়ে ৬০০ বছর ধরে ষাটগম্বুজ মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এবার করোন স্বাস্থ্যবিধি মেনে দেশী বিদেশী মুসল্লীদের সুবিধার্থে ৩টি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সোয়া ৮টায় মিনিটে এবং তৃতীয় অর্থ্যাৎ সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়।

ষাটগম্বুজ মসজিদে প্রধান জামাতে ষাটগম্বুজ মসজিদ কমিটির সভাপতি ও বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মাদ আজিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও দেশী বিদেশী ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

বাগেরহাটে বিশ্বঐতিহ্য এই মসজিদে ঈদুল ফেতরের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করবেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হেলাল উদ্দিন। তৃতীয় এবং সর্বশেষ জামাতে ইমামতি করবেন বাগেরহাট শহরতলীর সিঙ্গাইড় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাহিদুল ইসলাম।

৩টি জামাতেই ছিল মুসল্লিদের ঢল। এসব জামাতেই মুসলিম উম্মাহার শান্তি কামনা ও করোনা মহামারি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজান করা হয়। ঈদ জামাতে অংশ নেয়া ধর্মপ্রান মুসল্লিদের নিরাপত্তা এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা যায়।

বাগেরহাটের ডিসি মোহাম্মাদ আজিজুর রহমান বলেন, বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছিল। জেলার অন্য মসজিদ ও ঈদগায়ে মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করেছেন।

(এসএকে/এসপি/মে ০৩, ২০২২)