গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন
আ.লীগের মনোনয়ন পেতে ৯ প্রার্থীর জীবন বৃত্তান্ত জমা

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে সম্ভাব্য ৯ মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের কাছে প্রার্থীরা তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
এ পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেতে ৯ জন প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান জানিয়েছেন।
বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের কাছে জেলা যুবলীগের সভাপতি জি.এম শাহাবুদ্দিন আজম, মুশফিকুর রহমান লিটন, শেখ রাকিব হোসেন, নাছিমা খানম, এস,এম নজরুল ইসলাম নুতন তাদের স্ব-স্ব জীবন বৃত্তান্ত জমা দেন।
এর আগে সাবেক মেয়র ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজু, ইয়াসমিন আলম এবং আবুল ফাত্তাহ সাজু জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
এছাড়া সম্ভব্য মেয়র প্রার্থী হিসেবে সাবেক পৌর মেয়র হাসমত আলী সিকদার চুন্নু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম.বদরুল আলম বদর, আওয়ামী লীগ নেতা বাবুল আকতার বাবলা ও ফারজু আলমের নাম শোনা যাচ্ছে।
উল্লেখ্য, নির্বচনের তারিখ ঘোষনার দিন থেকেই গোপালগঞ্জ পৌর সভার সর্বত্র নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। পৌর এলাকার বিভিন্ন দর্শনীয় স্থানে পোষ্টার লাগিয়ে প্রার্থীরা তাদের প্রাথীতা জানান দিচ্ছেন। প্রাথীরা ইতিমধ্যেই প্রচার প্রচারনা শুরু করে দিয়েছেন। কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা বিভিন্ন ওযার্ডে মোটরসাইকেল শোভাযাত্রা করছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, এ পর্যন্ত ৯ জন দলীয় মনোনয়ন পেতে আমাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আরো জীবনবৃত্তান্ত জমা পড়তে পারে। সবগুলোই আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের মোননয়নবোর্ডে পাঠাব। মনোনয়ননের ব্যাপারে মনোনয়নবোর্ড সিদ্ধান্ত নেবে।
(টিকেবি/এসপি/মে ০৫, ২০২২)