একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের বনগ্রাম এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গোপাল বিশ্বাস নামে এক শ্রমিক আহত হয়েছেন। তিনি একই ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের বাদল বিশ্বাসের ছেলে। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।  কারা কেন তাকে গুলি করেছে তা এখনও জানা যায়নি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গোপাল বনগ্রামে তার শশুর বাড়ি বেড়াতে গিয়েছিল। সন্ধ্যার পরে শশুর বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসার পর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুটি গুলি তার পেটে বিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসী জানায়, গোপাল খুবই গরীব। শ্রমিকের কাজ করে সে জীবীকা নির্বাহ করে। কোনো রাজনীতির সাথে সে যুক্ত নয়। কারও সাথে তার শত্রুতাও নেই।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কেন তাকে গুলি করেছে এ বিষয়ে তদন্ত চলছে। যথাসময়ে তা জানানো হবে। আহত ব্যক্তির চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় ভুক্তভোগীর পরিবার থেকে এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি।

(একে/এসপি/মে ০৭, ২০২২)