বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণায় এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন আইনজীবী

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনী প্রচার প্রচারণায় এসে হৃদ রোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মনবাড়িয়া-৫ আসনের সাবেক সাংসদ ও বার কাউন্সিল নির্বাচণে সাধারণ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
গতকাল শনিবার রাত সাড়ে ৯ টার দিকে গোপালগঞ্জ আইনজীবী সমিতিতে নির্বাচনী প্রচারণা সভা চলে কালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। আইনজীবীরা সংকট জনক অবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২ এর সাধারণ আসনের একজন সাধারন সদস্য প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামেন।
অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
গোপালগঞ্জ বার সমিতির সাধারন সম্পাদক এম, অ্যাডভোকেট জুলকদর রহমান বলেন, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ শনিবার মানিকগঞ্জ থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ীসহ বিভিন্ন জায়গায় সভা করে রাতে গোপালগঞ্জে আসেন। রাতে গোপালগঞ্জ আইনজীবী সমিতি অফিসে নির্বাচনী প্রচার প্রচারণা সভা চলছিলো। অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ নিজের বক্তব্য শেষ করে চেয়ারের বসার পরে হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে গোপালগঞ্জের আইনজীবীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতি ও জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান মাসুদ সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান মাসুদ বলে, অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ মৃত্যু কালে স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। গতকাল রাতেই পরিবারের সদস্যদের কাছে অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা রাতেই ওই নেতার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দেন। তার মর্মান্তিক মৃত্যুতে আমরা মর্মাহত।
(টিকেবি/এসপি/মে ০৮, ২০২২)