কোটালীপাড়া উদীচীর দ্বিবার্ষিক সম্মেলন
অশোক সভাপতি, কংকন সম্পাদক

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে (৭ মে) কোটালীপাড়া উপজেলার কমলকুঁড়ি বিদ্যানিকেতন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অশোক কর্মকারকে সভাপতি ও রতন সেন কংকনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট নয়া কমিটি গঠন করা হয়।
এর আগে সম্মেলনের প্রথম পর্বে অশোক কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী, এডভোকেট দেলোয়ার হোসেন সরদার, উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের সভাপতি নাজমুল ইসলাম, কমলকুড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক সরওয়ার হোসেন তালুকদার প্রমূখ বক্তব্য দেন।
(টিকেবি/এসপি/মে ০৮, ২০২২)