টুঙ্গিপাড়ায় ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী আটক

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইয়াবা বিক্রির সময় নয়ন শিকদার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
আজ রবিবার দুপুরে উপজেলার কুশলী ইউনিয়নের দক্ষিণ কুশলী গ্রাম তাকে থেকে আটক করে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক কামরুল ইসলাম। এ সময় পুলিশ তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করে। আটক নয়ন শিকদার টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিন কুশলী গ্রামের সোহরাব শিকদারের ছেলে।
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক কামরুল ইসলাম বলেন, নয়ন সিকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীকে ইয়াবা বিক্রির সময় তার বাড়ির সামনে থেকে হাতেনাতে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেড়শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নয়নের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
(টিকেবি/এসপি/মে ০৮, ২০২২)