রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সাড়ে তিনশ বছরের প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দয়াময়ী মন্দির ও দেড়শ বছরের পুরনো রাঁধামোহন জিউ মন্দিরের অংশবিশেষ ভূমি অধিগ্রহণ বাতিলের দাবি জানিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। সেই সঙ্গে দেবোত্তর ভূমিও অধিগ্রহণ বন্ধে সরকারের কাছে দাবি জানানো হয়।

আজ সোমবার (৯ মে) দুপুরে শহরের দয়াময়ী চত্ত্বরে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে তারা এ দাবি জানায়।

পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কৃষিবিদ লক্ষীকান্ত পন্ডিতের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রমেন বণিক, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার সোম, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় প্রমুখ।

এ সময় বক্তারা মন্দিরের ভূমি অধিগ্রহণ অনতিবিলম্বে বাতিল করে প্রাচীন ও ঐতিহ্যমন্ডিত দয়াময়ী মন্দির এবং রাধামোহন জিউ মন্দির রক্ষার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

(আরআর/এসপি/মে ০৯, ২০২২)