এ কে আজাদ, রাজবাড়ী : দীর্ঘদিন পর মুসল ধারে বৃষ্টি শুরু হয়েছে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে। হঠাৎ এমন বৃষ্টির কারণে জেলার একাধিক পৌর সভা এলাকায় জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। 

সরেজমিনে পাংশা পৌর মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, মুসল ধারে ঘন্টা খানেকের বৃষ্টিতে হাটু সমান পানি জমে গেছে মুল সড়কে। পানি নিস্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় সড়কের পাশের দোকান গুলোতে প্রবেশ করতে শুরু করেছে পানি।
এ সময় দেখা যায় রাস্তার পাশের ড্রেনেজের ঢাকনা খোলা। যে কোন সময় পথচারীর পড়তে পারে বিপদে।

রাস্তার পাশের চায়ের দোকানি রাসেদের চায়ের দোকানের ভেতর পানি প্রবেশ করছে। এসময় তার সাথে কথা হলে তিনি বলেন, একটু বৃষ্টি হলেই দুর্ভোগের সীমা থাকে না।

পৌর মার্কেটের বিউটি গ্লাস হাউজের ভেতরেও বৃষ্টিতে জমে যাওয়া পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে করে দোকানের মালামালের ক্ষতির আসংখ্যা করছে দোকান মালিক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জন পথচারী বলেন, রাস্তা সহ ড্রেনের উপর পানি জমে গেছে। এতে করে আমাদের পথচারীদের চলতে সমস্যা হচ্ছে। এর আগে একদিন ড্রেনের উপর ঢাকনা না থাকায় ড্রেনের ভেতর পরে যাই। এখন যা হইছে তাতে যে কোন সময় যে কেউ ড্রেনের ভেতর পরে যেতে পারে।

পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মন্ডলের সাথে এ বিষয়ে কথা বলার জন্য মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিছিভ করেন নাই।

(ওএস/এসপি/মে ১০, ২০২২)