গোপালগঞ্জ পৌরসভার নির্বাচন ১৫ জুন
আ.লীগের মনোনয়ন পেতে মেয়র প্রার্থীরা ঢাকায়

তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষনার পর মেয়র প্রার্থীদের প্রচার প্রচারনা নেই। নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জ পৌর এলাকায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের কোন তৎপরতাও নেই বললেই চলে। আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। শোনা যাচ্ছে আওয়ামী লীগের দুর্ভেদ্য এ ঘাঁটিতে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন দেয়া হবে। এখানে যিনি মনোয়ন পাবেন তিনিই মেয়র নির্বাচিত হবেন। এ কারণে সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলীয় মনোয়ন পেতে দলের উচ্চ পর্যায়ে লবিং শুরু করেছেন। অধিকাংশ মেয়র প্রার্থী নির্বাচনের মাঠ ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। দলীয় মনোনয়ন পেতে তারা সর্বশক্তি নিয়োগ করেছেন। এ নির্বাচনে বিএনপি, জাতীয়পার্টি,জামায়াত কিংবা অন্যকোন রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। তবে নির্বাচন নিয়ে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের তৎপরতা বেড়েছে। তারা নির্বাচনী বৈতরণী পার হতে ছক কষছেন। সেই সাথে শুরু করেছেন প্রচার-প্রচারণা ও গণসংযোগ। কাউন্সিলর প্রার্থীদের পদচারনায় নির্বাচনী মাঠ মুখর হয়ে উঠেছে।
সম্ভাব্য মেয়র পদে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাবেক মেয়র হাসমত আলী সিকদার চুন্নু, সাবেক মেয়র রেজাউল হক সিকদার রাজু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এম. বদরুল আলম বদর, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ রাকিব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান লিটন, জেলা যুবলীগের সভাপতি জি.এম শাহাবুদ্দিন আজম, আওয়ামী লীগ নেত্রী নাছিমা খানম, ইয়াসমিন আলম, বিশিষ্ট ব্যবসায়ী এস.এম নজরুল ইসলাম নুতন, ফারজু আলম, আবুল ফাত্তাহ সাজু,সাবেক কাউন্সিলর দিলীপ কুমার সাহা দীপুর নাম শোনা যাচ্ছে।
সদ্য বিদায়ী মেয়র কাজী লিয়াকত আলী লেকু এবং প্রধানমন্ত্রীর চাচা শেখ রাকিব হোসেন দলীয় মনোনয় পেতে পারেন বলে পৌরসভার সর্বত্র গুঞ্জন রয়েছে। মাঠে, ঘাটে ও চায়ের দোকান সহ সর্বত্রই আলোচনার তুঙ্গে রয়েছেন এ দু’ মেয়র প্রার্থী। তবে শেষ পর্যন্ত কে দলীয় মনোনয়ন পাচ্ছেন তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। শেষ পর্যন্ত দলের জন্য নিবেদিত ও ত্যাগী কোন নেতার ভাগ্যেও জুটতে পারে দলীয় মনোনয়ন। এমটাই ভাবছেন গোপালগঞ্জে রাজনৈতিক বিশ্লেষকরা। এছাড়া ওই মহলটি মনে করছেন সরকার প্রধানের নিজ জেলায় প্রায় সবাই আওয়ামী লীগের সমর্থক। এখানে মনোনয়ন না দিয়ে নির্বাচন উম্মুক্ত করে দিলেও আওয়ামী লীগ থেকেই কেউ মেয়র নির্বাচিত হবেন।
আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থীর নাম জানতে গোপালগঞ্জ বাসীকে ১৫ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওই দিন কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড গোপালগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নাম ঘোষনা করবে।
দলীয় মনোয়ন পেতে ইতিমধ্যে ১০ জন মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানের কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
গোপালগঞ্জ সদর উপজেলা জেলা নির্বাচন অফিস থেকে মেয়র প্রার্থী কাজী লিয়াকত আলী লেকু, দিলীপ কুমার সাহা দিপু সহ মেয়র প্রার্থীরা মনোয়নপত্র সংগ্রহ শুরু করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান বলেন, সরকার প্রধানের এ জেলায় ১০ জন দলীয় মনোনয়ন পেতে আমাদের কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। সব প্রার্থীর জীবন বৃত্তান্ত আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের মোননয়নবোর্ডে পাঠিয়েছি। মনোনয়ননের ব্যাপারে মনোনয়নবোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
(টিকেবি/এসপি/মে ১১, ২০২২)