শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সাংবাদিকতার মান উন্নয়নে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকে ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের যৌথ আয়োজনে ক্লাবের হলরুমে এ প্রশিক্ষণ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোছাইন আকন্দ। প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলালের সভপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পিআইবি’র কর্মশালা সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন।

প্রশিক্ষণে জেলা-উপজেলা পর্যায়ের ৩৫ জন সাংবাদিক অংশ নেন। এছাড়া আগামী ১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত নারী ও শিশু সাংবাদিকতা একই সঙ্গে মোবাইল সাংবাদিকতার ওপরে স্থানীয় আরও ৬৫ জন সাংবাদিক প্রশিক্ষণ নেবেন বলে জানান আয়োজকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশে বলেন, দুষ্টের দমন ও শিষ্টের লালন- এ নীতিকে মাথায় রেখে সাংবাদিকদের মানবসেবায় লেখনির মাধ্যমে আরও ব্যাপক ভূমিকা রাখতে হবে।

(এসএস/এএস/মে ১২, ২০২২)