রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিচালী কাটার মেশিনে হাত ঢুকে যেয়ে সাকিব আল হাসান নামের এক পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্র মারাত্মক জখম হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদরের বালিথা গাজীর বাগানে এ দুর্ঘটনা ঘটে।  দমকল বাহিনীর সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

সাকিব আল হাসান সাতক্ষীরা সদরের বালিথা গ্রামের সিরাজ মোড়লের ছেলে ও বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ জানান, শুক্রবার দুপুরে খামারের গরুর জন্য বিচালি কাটা মেশিনে নেপিয়ার ঘাষ কাটছিল স্কুল ছাত্র সাকিব। এসময় অসাবধানতাবশঃ মেশিনের মধ্যে ঢুকে ক্ষতবিক্ষত হয় তার হাত। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বিদ্যুতের সুইচ বন্ধ করে দেয়। তবে সাকিবের হাত বের করতে না পারায় দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মেশিন ভেঙে তার হাত বের করেন। ততক্ষণে তার হাত ক্ষতবিক্ষত হয়ে গেছে বলে জানান স্টেশন অফিসার অর্ঘ্য।

সাবিক আল হাসানের বাবা সিরাজ মোড়ল জানান, প্রথমে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বিকেলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

(আরকে/এএস/মে ১৩, ২০২২)