নাটোর প্রতিনিধি : আন্তঃজেলা মালিক সমিতির দ্বন্দ্বে নাটোরসহ উত্তরাঞ্চলের সাথে দক্ষিনাঞ্চলের সরাসরি বাস চলাচল তৃতীয় দিনের মত আজও বন্ধ রয়েছে। ফলে ঈদ ও পুঁজায় ঘরমুখো মানুষদের ভোগান্তি সহ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নাটোর থেকে তুহিন পরিবহন, আকিব এন্টারপ্রাইজ ও সোমা পরিবহনসহ কয়েকটি গাড়ি রাজশাহী থেকে দক্ষিনাঞ্চলে যাতায়াত করে। সম্প্রতি গোল্ডেন লাইন নামে ফরিদপুর সমিতির একটি গাড়ি নিয়মবর্হিতভুত ভাবে এই রুটে চলাচল শুরু করে। এনিয়ে নাটোর,ফরিদপুর ও বরিশাল সহ বিভিন্ন জেলা বাস মালিক সমিতির বিরোধ বাধে। ওই বিরোধের জেরে শনিবার থেকে নাটোরসহ উত্তরাঞ্চলের সাথে দক্ষিনাঞ্চলের সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। গত তিন দিনেও এই অচলাবস্থার কোন সুরাহা হয়নি।

নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক বাশিরুরর রহমান খান এহিয়া চৌধুরী জানান, পুর্বের নিয়মানুযায়ী নাটোর সমিতির বাস ফরিদপুর ও বরিশালের মধ্যে চলাচল করার অনুমতি না না হওয়া পর্যন্ত নাটোরসহ উত্তরাঞ্চলের সঙ্গে দক্ষিণাঞ্চলে চলাচল বন্ধ থাকবে।

(এমআর/এএস/সেপ্টেম্বর ২৯, ২০১৪)