ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সয়াবিন তেল মজুদ ও উচ্চমুল্যে বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মজুদ রাখা বোতলজাত সয়াবিন তেল নায্যমুল্যে খোলাবাজারে বিক্রি করা হয়।

শনিবার বেলা সাড়ে বারটার দিকে উপজেলার দ্বারিয়াপুর বাজারে এই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি জানান, নিয়ম বহির্ভুতভাবে সয়াবিন তেল মজুদ রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় সরকার এন্ড ব্রাদার্স নামক একটি দোকানে ২৮শ লিটার খোলা ও দুইশ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়। নিয়মবহির্ভুতভাবে মজুদ রাখার দায়ে ঐ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের আরো তিনটি দোকানে বোতলজাত ও খোলা সয়াবিন তেলে বাড়তি দাম নেয়া ও তেলের সাথে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে মজদু রাখা বোতলজাত সয়াবিন তেল নায্যমুল্যে খোলা বাজারে বিক্রি করা হয়।

(আইএইচ/এএস/মে ১৪, ২০২২)