তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ ও বেশী দামে বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে।

আজ শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজারে গনেশ ভান্ডার নামক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৪ হাজার ৬৮৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করেন। দোকানের মালিক বিশ্ব সাহাকে ১ লাখ টাকা জরিমানা করেন। এ সময় উদ্ধারকৃত সয়াবিন তেল আগামী ২ দিনের মধ্যে বিক্রি করার নির্দেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, অভিযান কালে গণেশ ভাণ্ডারের সত্ত্বাধিকারী বিশ্ব সাহার বিভিন্ন গুদামে অভিযান চালিয়ে দেখা যায়, ৭২ ড্রামে ১৪,৬৮৮ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ করে রাখা হয়েছে। এসব তেল অধিক দামে বিক্রি করছে বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ওই ব্যবসায়ী মজুদকৃত সয়াবিন তেলের কোনো চালান বা কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া কোনো মূল্য তালিকা না টাঙিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে তিনি সয়াবিন তেল বিক্রি করছেন। এসব অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

(টিকেবি/এসপি/মে ১৪, ২০২২)