রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে মারপিটের ঘটনা ঘটেছে। গৃহবধূ জোহরা বেগম হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

সরেজমিনে ও এজাহার সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র ইদুল মিয়ার আপন ছোট ভাই আইনুল হক এর সাথে পারিবারিক বিষয়াদি নিয়া দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ফলে বিভিন্ন সময় ইদুলের পরিবারের সদস্যদেরকে খুন জখমের ভয়ভীতি সহ বিভিন্ন প্রকার হুমকি দিত। এরই ধারাবাহিকতায় ১০ মে সন্ধ্যা ৬টার দিকে একটি মুরগীকে কেন্দ্র করে ইদুলের স্ত্রী জোহরা বেগম ও আইনুলের স্ত্রী সালমা বেগমের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আইনুল ও তার অনুসারীরা উক্ত জোহরা বেগম ও তার ৫ম শ্রেণিতে পড়ুয়া নাবালিকা কন্যা ইনছানা আকতারকে বেধরক মারপিট করে।

এক পর্যায়ে জোহরা বেগম প্রান রক্ষার জন্য ঘরে প্রবেশ করলে আইনুল ও তার অনুসারীরা ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে লোহার রড দিয়ে জোহরা বেগমের মাথায় সজোরে আঘাত করলে মুখের উপর লেগে জোহরা বেগমের উপরের সারির একটি দাঁত ভেঙে যায় ও পড়নে থাকা কাপড়-চোপড় ধরে টানা-টানি করে শ্লীলতাহানী করে আইনুল। এক পর্যায়ে ইদুলের ঘরের বাক্সটি খোলা পেয়ে বাক্সে রক্ষিত ভুট্টা ও ধান বিক্রি করা নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় আইনুল। পরে এলাকাবাসী আহত জোহরা বেগমকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।

এ ব্যাপারে ইদুল মিয়া বাদী হয়ে ৩ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি এজাহার দাখিল করেছেন।

(আর/এসপি/মে ১৫, ২০২২)