তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) শাখা স্থাপনের সম্ভাব্য জায়গা পরিদর্শণ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

আজ রোববার দুপুর ১২ টায় তিনি কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি সহ ২টি সম্ভাব্য জায়গা পরিদর্শণ করেন।

এরআগে কাশিয়ানী উপজেলা পরিষদে পৌঁছালে মন্ত্রীকে স্বাগত জানান গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা । পরে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

এ সময় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ আফতাব আলী শেখ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ কায়েসুজ্জামান সহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(টিকেবি/এসপি/মে ১৫, ২০২২)