শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু গ্রুপের দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনায় ৩২ জনকে আটক করেছে  পুলিশ। শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, নিত্যানন্দনপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের খলিল,পিকুল,বদরুল গ্রুপের সাথে একই গ্রামের শুকুর আলী গ্রুপের এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। তার জের ধরে শনিবার দুপুরে নিত্যানন্দনপুর ইউনিয়নের বুড়ামারা-শাহবাজপুর এলাকায় উভয় গ্রুপ্রের সমর্থকরা ঢাল, সড়কি, রামদা সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে খলিল, পিকুল, বদরুল, মামুন, গাফফার, শুকুর আলী, তোজাম্মেল সহ ৩২ জনকে দেশীয় অস্ত্র সহ পুলিশ আটক করা করে।

এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে শাহবাজপুর গ্রামে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। সেই ঘটনায় ৩২ জনকে আটক করে তাদের বিরুদ্ধে শৈলকুপা থানা পুলিশ বাদী হয়ে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

(এসআই/এসপি/মে ১৫, ২০২২)