রানীশংকৈল প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে এবার বাম্পার লিচুর ফলন হয়েছে। রানীশংকৈল ছাড়াও বনগাঁও, মিরডাংঙ্গী, ঘনেশ্যামপুর, কাশিপুর, ধর্মগড়, নেকমরদ ও ভাংবাড়ীর এলাকাগুলোতেও প্রচুর লিচুর ফলন হয়েছে ।

পাকা লিচুর মৌ মৌ ঘ্রাণে ভরে উঠেছে এলাকা গুলো। এলাকার লিচু চাষিদের সাথে কথা বলে জানা গেছে এবারের আবহাওয়া ও মৌসুম ভালো থাকায় প্রচুর ফলন হয়েছে, তা ছাড়া লিচু চাষিরা জানান অন্য বারের তুলনায় এইবার লিচুর ফলন অনেক গুনে বেশি হয়েছে। এই রকম ফলন প্রতিবছর থাকলে লিচু চাষিরা অনেক মুনাফা লাভ করবে বলে জানান তারা।

উপজেলার রামরায় পুকুরের এক লিচু চাষি বলেন , তিনি মনে করেন উওর অঞ্চলের কৃষকের এটিই একটি অর্থনৈতিক আয়, তিনি আরো বলেন এবারে ভালো দাম পেলে অনেকে লিচু চাষে আরো আগ্রহী হবে এবং লিচু চাষ করবে। এতে যেমনি লিচু চাষ বৃদ্ধি পাবে, তেমনি সাথে সাথে বৃদ্ধি পাবে অর্থনৈতিক আয়।

এদিকে চলতি মৌসুমে প্রাকৃতিক ভাবে শীলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হওয়ার ফলে কিছু কিছু এলাকায় লিচু গাছ ভেংগে লিচুর কিছুটা ঘাটতি দেখা দিয়েছে, তবুও সঠিক দাম থাকলে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে লিচু চাষিরা ৷

(এস/এসপি/মে ১৫, ২০২২)